নির্বাচনী মিছিলের সময় লেগুনা উল্টে আহত ১৫
হবিগঞ্জের বানিয়াচংয়ে নির্বাচনী মিছিলের সময় লেগুনা উল্টে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের টুপিয়াজুড়ি গ্রামের মেম্বার প্রার্থী আহমেদ আলীর মোরগ প্রতীক নিয়ে লেগুনায় চড়ে মিছিল করার সময় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আহত হন ১৫ জন।
আহতরা হলেন- আজমান মিয়া (৩০), আছকির মিয়া (৩০), জলিল (৪০), রায়হান (২০), রাজ মিয়া (৩৩), বজলু (৪০), স্বাধীন (২০), জামাল (৩৫), ফিরোজ (৬০), আহমেদ আলী (৪০), সুহেল (২০), ফরহাদ (২০), জহুর আলী (৪০), মোতাহার (৩৫) ও সাহেদ (৫০)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মোহাম্মদ নুর উদ্দিন/আরএআর