ট্রাকচাপায় নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চালক আটক
ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদারের (২৩) মৃত্যুর ঘটনায় ট্রাকচালক মো. মামুন আলীকে (৫৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলার সোনাপুর থেকে তাকে আটক করা হয়।
আটক মো. মামুন আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে।
বিজ্ঞাপন
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগেই ঘাতক ট্রাকটি জব্দ করেছি। গোপন তথ্যের ভিত্তিতে চালককেও আটক করা হয়েছে।
এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. জসীম উদ্দিন বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করেছেন।
বিজ্ঞাপন
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাকচালককে আগামীকাল ৮ ডিসেম্বর (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় অজয় মজুমদারের মৃত্যু হয়। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
হাসিব আল আমিন/আরএআর