ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দীর্ঘ দিন কারাভোগের পর জামিনে থাকা ঝুমন দাশের মামলাটি বিচারের জন্য সুনামগঞ্জের আদালত থেকে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (০৮ ডিসেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেমের আদালতে ঝুমন দাশ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন বহাল রাখেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তার আইনজীবী সৈয়দ কাওসার আহমদ। তিনি জানান, সুনামগঞ্জে সাইবার ট্রাইব্যুনাল না থাকায় মামলাটি সিলেটের সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বিধি অনুসারে যে আদালতে মামলা থাকে সেই আদালতে আসামিকে হাজিরা দিতে হয়।

৬ ডিসেম্বর সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ঝুমন দাশকে হাজিরের জন্য সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন সুনামগঞ্জে তার আইনজীবী মো. নূর আলী। তার আবেদন মঞ্জুরের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর ১২টায় ঝুমন দাশ সিলেটের সাইবার ট্রাইব্যুনালে হাজির হন।

ঝুমন দাশ জানান, হাইকোর্ট থেকে পাওয়া জামিনের শর্ত অনুযায়ী তিনি জেলার বাইরে যেতে পারেন না। তাই মামলাটি স্থানান্তর হওয়ার পর সিলেটে ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার অনুমতির জন্য সুনামগঞ্জের আদালতে আবেদন করেন। আদালত মঙ্গলবার তার আবেদন মঞ্জুর করেন। বুধবার তিনি সিলেটের সাইবার ট্রাইব্যুনালে গিয়ে হাজিরা দেন।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে গত ১৬ মার্চ ঝুমন দাশকে আটক করে পুলিশ। ২২ মার্চ তার বিরুদ্ধে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওই মামলায় ঝুমন দাশ প্রায় ছয় মাস কারাগারে ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান।

এসপি