জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

কুষ্টিয়ায় নিমার্ণাধীন জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বরিশালে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপরে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করে বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ এবং সরকারি শিক্ষক সমিতি।

এতে একাত্মতা প্রকাশ করে সেক্টরস কমান্ডার ফোরাম ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি শেখ কুতুব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন শাহিন খান, সৈয়দ আনিসুর রহমান, প্রদীপ কুমার ঘোষ পুতুল, আনসার আলী, শাজাহান হাওলাদার ও এনায়েত হোসেন চৌধুরী প্রমুখ। 

একই স্থানে মানববন্ধন করে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। বক্তব্য রাখেন শিক্ষক নেতা তাপস কুমার শীল, আব্দুল লতিফ মল্লিক, আবু সাঈদ, পাপিয়া জেসমিন, মোহাম্মদ নুরুল ইসলাম, মাহাবুবা হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, যারা জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের চেষ্টা চালিয়েছে, সেই অপশক্তিদের বিনাশ করতে না পারলে দেশ বিপথগামী হয়ে যাবে। বঙ্গবন্ধু আমাদের আদর্শের প্রতীক। তাঁর ত্যাগের কারণেই বাংলাদেশ স্বাধীন।পরাজিত শক্তি আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য মুছে ফেলতে চায়। স্বাধীনতাযুদ্ধের সময় এই মৌলবাদী গোষ্ঠী পাকিস্তানের পক্ষে ফতোয়া দিয়েছিল। আমরা এই গোষ্ঠীকে কখনও ক্ষমা করব না।

এমএসআর