২ দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান পাঠানো সংশোধিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। সফরসূচিতে বলা হয়েছে, আজ বিকেলে মন্ত্রী বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইকেল র্যালির সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার সকাল ৯টায় বিমানযোগে মন্ত্রী কক্সবাজার ত্যাগ করবেন।
বিজ্ঞাপন
এসপি
বিজ্ঞাপন