কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা কিনে প্রাইভেট কারযোগে চট্টগ্রামে পাচারের সময় পেকুয়ায় সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

আটকরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ সুখছড়ি সুন্নিয়াপাড়া এলাকার ওমর ফারুক, শহীদুল ইসলাম, জয়নাল আবেদীন, রিদুয়ানুল করিম, মো. সজিব, মো. রাজু ও ডাবলু চৌধুরী।

পেকুয়া থানা সূত্রে জানা গেছে, ইয়াবা পাচারের খবর পেয়ে রোববার ভোরে পেকুয়া সদর ইউনিয়নের নুইন্না মুইন্না ব্রিজের ওপর তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৫০ হাজার ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়। 

পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পাচারকারীরা অভিনব কৌশল অবলম্বন করেন। তারা প্রাইভেট কার ও মোটরসাইকেলে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন ইয়াবার চালানটি উখিয়ার কোটবাজার থেকে সংগ্রহ করেছিলেন। এর আগে তারা বেশ কয়েকটি বড় চালান চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছে দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

এসপি