ভৈরবে আসামি ছিনতাই, ৩১ জনকে আসামি করে মামলা
কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে আসামি ছিনতাইয়ের ঘটনায় মাদক কারবারি রাসেলকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ ৩১ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
রোববার (১২ ডিসেম্বর) রাতে ভৈরব থানার এএসআই রেজাউল করিম বাদী হয়ে এ মামলাটি করেন। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
রাসেল ভৈরব পৌর শহরের ভৈরবপুর এলাকার তমিজ উদ্দিনের ছেলে।
এর আগে রোববার রাত ৮টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা পলাশ সিনেমা হল রোড-সংলগ্ন এলাকায় আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই করতে এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভৈরব থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে পুলিশের এএসআই রেজাউল করিম ও এএসআই করিম শহরের ঘোড়াকান্দা এলাকায় রাসেলকে গ্রেফতার করেন। এ সময় তার সঙ্গে থাকা মাদক ব্যবসায়ী সানিসহ (২৮) প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল দুই পুলিশের ওপর লাঠিসোঁটা, রামদা নিয়ে আক্রমণ করে। এ সময় পুলিশ কর্মকর্তারা তাদের ছুরিকাঘাতে আহত হন।
পরে মাদক ব্যবসায়ীরা রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়। ভৈরব থানা পুলিশ খবর পেয়ে দুই পুলিশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত দুই পুলিশ সদস্যের হাতে ও গলায় ১০টি সেলাই দেওয়া হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এএসআই রেজাউল করিম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি রাসেলকে গ্রেফতার করার পর সন্ত্রাসী সানিসহ ১৫ থেকে ২০ জন মাদক ব্যবসায়ী আমার ওপর লাঠিসোঁটা, রামদা নিয়ে আক্রমণ করে এবং আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা এএসআই করিমও আহত হন বলে জানান তিনি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হামলার ঘটনায় ৩১ জনকে আসামি করে পুলিশ অ্যাসোল্ট মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
এসকে রাসেল/এনএ