বীর মুক্তিযোদ্ধা ইকবাল মাজুকে ঢাকা পোস্টের সম্মাননা
গাইবান্ধার বীর মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ওয়াশিকার মো. ইকবাল মাজুকে মুজিব শতবর্ষ ও বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রিপন আকন্দের সভাপতিত্বে গাইবান্ধা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সম্মাননা দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ সময় অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি খালেদ হোসেন, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক জাভেদ হোসেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন দফতর সম্পাদক মাসুম বিল্লাহ, সহদফতর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক লালচান বিশ্বাস সুমন, সাংবাদিক ওবাইদুল ইসলাম, সোহেল রানাসহ অন্যরা।
মুক্তিযোদ্ধা ওয়াসিকার মো. ইকবাল মাজু বলেন, মুক্তিযোদ্ধাদের অবদানের কথা মাথায় রেখে সম্মাননা দেওয়ায় আমি ঢাকা পোস্ট অনলাইনকে সাধুবাদ জানাই। একই সঙ্গে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন বলেই আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। সব সময় ঢাকা পোস্ট যেন তাদের পাশে থাকে, সেই আহ্বান জানাই।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি খালেদ হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার এমন উদ্যোগ নেওয়ায় ঢাকা পোস্ট সত্যিই প্রশংসার দাবিদার।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাভেদ হোসেন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে বিজয়ের ৫০ বছরে ঢাকা পোস্টের এই সম্মাননা যেন গোটা দেশের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করল। আমি মনে করি এমন কার্যক্রম চলমান রাখলে ভালো।
এর আগে গত ৪ ডিসেম্বর ওয়াশিকার মো. ইকবাল মাজুর রণাঙ্গনের বিভীষিকাময় কথাগুলো নিয়ে ‘সেদিন ২৬ জন শত্রুকে খতম করেছিলাম’ শিরোনামে সংবাদ ভিডিওসহ প্রকাশ করে ঢাকা পোস্ট।
ওয়াশিকার মো. ইকবাল মাজু কিছুদিন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
রিপন আকন্দ/এনএ