সিলেটে ডাক্তার মুরাদের বিরুদ্ধে করা মামলা খারিজ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপির বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা খারিজ করেছেন আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে মামলাটি খারিজ করেন সিলেটের সাইবার দমন ট্রাইব্যুনালের বিচারক মো.আবুল কাশেম।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমি।
বিজ্ঞাপন
এসময় তিনি বলেন, আমরা এখনো এ আদেশের কপি পাইনি। সার্টিফাইড কপি পাওয়ার পর আমরা উচ্চ আদালতে এ মামলার বিষয়ে আপিল করব।
এর আগে গত রোববার সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য তানভীর আক্তার খান বাদী হয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলা করেন। আদালত ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করে ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, আপত্তিকর ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। এর পর গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু কানাডায় প্রবেশে ব্যর্থ হয়ে আবারো ঢাকায় ফেরেন তিনি।
এমএএস