মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে যুদ্ধজাহাজ প্রদর্শনী করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ বিসিজিএস রাঙ্গামাটি প্রদর্শনী করে কোস্টগার্ড।

এ সময় স্কুল-কলেজ-মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই যুদ্ধজাহাজে উঠে ঘুরে দেখে। আশেপাশের উৎসুক জনতা ও দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষ যুদ্ধজাহাজটি দেখতে ভিড় জমায়।

যুদ্ধজাহাজের সামনে থাকা কামানটি এ সময় দর্শনার্থীরা ঘুরিয়ে দেখে এবং কীভাবে গুলি করে এ বিষয়ে কোস্টগার্ড সদস্যদের কাছ থেকে জানতে চায়। ছোট ছোট শিক্ষার্থীরাও বিস্ময়ে কামানটি ঘুরে দেখে এবং কোস্টগার্ড সদস্যদের কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে তারা অবগত হয়। 

মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের পাশের স্থানীয় মাদরাসার ছাত্র আবু হুরাইরা বলেন, আমি জীবনের‌ প্রথম যুদ্ধজাহাজ দেখলাম। এটার মধ্যে উঠতে পেরে আমি খুবই খুশি। এই জাহাজে গুলি করার অনেক বড় কামান আছে। জীবনের প্রথম আমি এই কামান দেখতে পেয়ে খুশি হয়েছি।

স্কুলছাত্র মুন্না বলেন, আগে টিভিতে শুধু কামান দেখছি‌। এবার নিজের চোখে দেখলাম। কামান ঘুরিয়ে কীভাবে গুলি করতে হয় এটা আমরা এখানে এসে স্বচক্ষে দেখলাম। এ ছাড়া বিভিন্ন বয়সের মানুষকে ওই যুদ্ধ জাহাজে উঠে কামান দেখতে এবং মোবাইলে সেলফি তুলতে দেখা গেছে।

এ ব্যাপারে পাগলা কোস্ট গার্ডের ইনচার্জ আসমাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিজয় দিবস উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবারও দুপুর দুইটা থেকে সূর্যাস্ত পর্যন্ত মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে একটি যুদ্ধজাহাজ প্রদর্শনী করা হয়েছে। এবার অন্যান্য বছরের তুলনায় ভিজিটর বেশি হয়েছে।

ব.ম শামীম/আরআই