বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহে বিজয় শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিজয় শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হক টিটু এবং ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। এতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে মেয়র ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের স্বনির্ভর সোনার বাংলা গড়ে তোলার শপথ নিতে হবে আমাদের সবাইকে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে আমাদের এ দেশের জন্য কাজ করতে হবে। একইসঙ্গে সব মুজিব সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভাপতির বক্তব্যে জহিরুল হক খোকা বলেন, দেশের মানুষকে সুখে-শান্তিতে রাখতে ও স্বনির্ভর সোনার বাংলা গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র প্রধানমন্ত্রীর সুনাম নষ্ট করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে যাচ্ছে। বিজয়ের মাসে ষড়যন্ত্রকারীদের হাতকে ভেঙে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উবায়দুল হক/এমএসআর