নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় হাফিজার রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেঙ্গনমারী মীরগঞ্জ সড়কের কালকেওট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাফিজার কাঁঠালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালি নয়াহাট এলাকার আছি উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, টেঙ্গনমারী বাজার থেকে ভ্যানযোগে মীরগঞ্জে যাচ্ছিলেন হাফিজার। কালওকেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন, ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শরিফুল ইসলাম/এমএইচএস