এক কক্ষের মক্তবে ভোটকেন্দ্র, স্থানান্তরের দাবি ভোটারদের
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে একটি ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়েছেন ভোটাররা। এ নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে ভোটারদের পক্ষে লিখিত আবেদন করেছেন আমির উদ্দিন নামে এক ভোটার। কেন্দ্রটি সুবিধাজনক স্থানে রাখার দাবি জানিয়েছেন তিনি।
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি সাদেকপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
আবেদন সূত্রে জানা গেছে, সাদেকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা প্রায় ১৩০০। কিন্তু ওই ওয়ার্ডে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় স্থানীয় আলাকপুর জামে মসজিদ সংলগ্ন উত্তরপাড়া মক্তবে ভোটকেন্দ্র করা হয়। মক্তবটি এক কক্ষ বিশিষ্ট। ২০১৭ সালে মক্তবের পাশে ইমাম হোসাইন (রা.) বিদ্যানিকেতন নামে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়। এটি সরকার কর্তৃক নিবন্ধিত এবং এটিতে পর্যাপ্ত কক্ষসহ ভোটকেন্দ্র করার সব সুবিধা রয়েছে।
আবেদনে আরও বলা হয়, সড়কের পাশে হওয়ায় স্কুলটিতে নির্বাচনী সরঞ্জাম আনা-নেওয়ার পাশাপাশি ভোটারদের জন্যও সুবিধা। সেজন্য মক্তব থেকে স্কুলটিতে ভোটকেন্দ্র স্থানান্তর হলে সবক্ষেত্রেই সুবিধা হবে।
বিজ্ঞাপন
সাদেকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য ও আলাকপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন জানান, স্কুলটি পাকা সড়কের পাশে হওয়ায় নির্বাচনী মালামাল আনা-নেওয়া করা এবং কেন্দ্র পরিদর্শনে কর্মকর্তাদের যাতায়াতে কোনো সমস্যা হয় না। সেজন্য স্কুলটিতে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, কোথায় কেন্দ্র হবে কিংবা স্থানান্তর করা হবে কি না- সেটি নির্বাচন কমিশন থেকে নির্ধারণ করা হয়।
আজিজুল সঞ্চয়/এসপি