বিজয়ী কাউন্সিলরের কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ
পুড়ে যাওয়া ঘরের অবশিষ্ট অংশ
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তুলসিডাঙ্গা এলাকায় বিজয়ী কাউন্সিলর প্রার্থীর কর্মীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নিঃস্ব হয়ে গেছে ওই পরিবারটি। রোববার (৩১ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
কাউন্সিলর শফিকুল আজম শফি বলেন, শনিবার (৩০ জানুয়ারি) নির্বাচনে আমি ৫৩২ ভোট পেয়ে জয় লাভ করেছি। উটপাখি প্রতীক ৪১১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। পরাজিত প্রার্থীর পক্ষে ভোট না করার কারণে সম্পূর্ণ প্রতিহিংসাবশত এই কাজটি করা হয়েছে। যদিও আমরা কেউ দেখিনি কে ঘরটিতে আগুন দিয়েছে। তবে ধারণা করছি, প্রতিপক্ষই এই কাজটি করেছে।
বিজ্ঞাপন
তবে এ ব্যাপারে পরাজিত প্রার্থী মফিজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
ঘরবাড়ি হারিয়ে শফিকুল ইসলামের স্ত্রী মনিরা খাতুন জানান, ভোরে কে বা কারা ঘরে পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ঘরের মধ্যে জামা কাপড়, রান্নার জিনিসপত্রসহ নগদ সামান্য কিছু টাকা ছিল। সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। রাতে আমরা পাশের রান্নাঘরে ছিলাম। ঘরটি ছোট হওয়ায় মাঝেমধ্যে পাশের ঘরে থাকি। রাতে এই ঘরে থাকলে আমরাও পুড়ে মরতাম।
বিজ্ঞাপন
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, ঘটনাটি কেউ থানায় জানায়নি। খোঁজখবর নিচ্ছি। এছাড়া অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকরামুল ইসলাম/এসপি