ফিরোজ আলম

সৌদির মক্কা-মদিনা রোড়ে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের ফিরোজ আলম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে মক্কা-মদিনা রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলম চরফকিরা ৫ নম্বর ওয়ার্ডের আবুল কালামের বাড়ির আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ আলম জীবন ও জীবিকার তাগিদে প্রবাস জীবন কাটিয়েছেন দীর্ঘ ১৪ বছর। তিনি বড় ট্রাক চালাতেন। কাগজপত্র ঠিক করে দেশে আসার কথা ছিল তার। এদিকে নিহতের খবরে ফিরোজ আলমের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

ফিরোজ আলমের পুত্র মতিউর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাবা দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। তার ভেতরে এ খবর এসেছে। আমাদের মাথার ওপর যেনো আকাশ ভেঙে পড়েছে।

হাসিব আল আমিন/এমএসআর