খাগড়াছড়িতে পৌঁছেছে করোনার টিকা

পাহাড়ি জেলা খাগড়াছড়িতে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছেছে ১২ হাজার ডোজ টিকা। রোববার (৩১ জানুযারি) বিকেল ৪টায় গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়্যার হাউস থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালের ইপিআই স্টোরে এসে পৌঁছায় এসব টিকা।

খাগড়াছড়ির জন্য প্রথম পর্যায়ে বরাদ্দ করা ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করে খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন প্রতিনিধি ডা. মিটন চাকমা। এ সময় জেলা করোনা ভ্যাকসিন সংরক্ষণ ও প্রয়োগ কমিটির অন্য সদস্যরা উপস্থিত থেকে জেলা ইপিআই স্টোরে এই ভ্যাকসিন সংরক্ষণ করেন।

টিকা সংরক্ষণ শেষে ডেপুটি সিভিল সার্জন বলেন, আমরা বেক্সিমকোর ফ্রিজার ভ্যান থেকে তাপমাত্রা পরীক্ষা করে ১২ হাজার ডোজ টিকা বুঝে নিয়ে টিকা কমিটির সামনে আমাদের হাসপাতালের আইলারে সংরক্ষণ করেছি। এই টিকাগুলো দেওয়ার সময় নির্ধারণ করা হলে সময়মতো অগ্রাধিকার ভিত্তিতে বিলি করব।

এদিকে করোনার ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা ও উপজেলার স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে দুই দিনের প্রশিক্ষণ।

অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে খাগড়াছড়ি জেলায় করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

মো. জাফর সবুজ/এনএ