রাজশাহীতে জেলেদের মাঝে নৌকা বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম

সীমান্ত এলাকার জনগোষ্ঠী স্বাবলম্বী হলে সীমান্ত অপরাধ ও চোরাচালান কমবে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর টি-বাঁধ এলাকার পদ্মাপাড়ে জেলেদের মাঝে নৌকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন বিজিবি প্রধান।

ওই অনুষ্ঠানে ২৫ হতদরিদ্র জেলেকে নৌকা প্রদান করা হয়। পদ্মার বুকে পাল তোলা নৌকা নিয়ে শেষে হাসিমুখে বাড়ি ফিরেন জেলেরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দেশজুড়ে সীমান্তের ১০০ জেলেকে নৌকা দিচ্ছে বিজিবি। 

অনুষ্ঠানে বিজিবি প্রধান বলেন, এই ১০০ নৌকার শুধুমাত্র ১০০জন জেলেকেই নয়, ১০০ পরিবার ও পরিবারের সদস্যদেরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। এতে সীমন্তবর্তী প্রান্তিক জেলেরা সঠিকভাবে জীবিকানির্বাহ করবেন। তারা স্বাবলম্বী হয়ে অন্যদের স্বনির্ভর হবার প্রেরণা জোগাবেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র মেয়র এএইচএম খায়রুজ্জামান। তিনি বলেন, প্রান্তিক জেলেদের স্বাবলম্বী করতে নৌকা উপহার মুজিববর্ষে বঙ্গবন্ধুকে স্মরণে অনন্য উদ্যোগ। বিজিবি যে সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে আন্তরিক তা, এর থেকেই প্রমাণ হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কায়সার হাসান মালিক, রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খন্দকার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মো. মাসুদ, রাজশাহী ব্যাটাালিয়ন (১-বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল প্রমুখ।

এমএসআর