নেত্রকোনা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদীচীর সাংস্কৃতিক সমাবেশ

গান-কবিতা ও বক্তৃতার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়েছেন নেত্রকোনার সংস্কৃতিকর্মীরা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদ। এ সমাবেশ চলে সন্ধ্যা পর্যন্ত।

সমাবেশে প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের সংস্কৃতিকর্মীরা।

পরে এক প্রতিবাদ সভায় উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন।

সহসাধারণ সম্পাদক ছড়াকার সাংবাদিক সঞ্জয় সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, আইয়ূব আলী, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, হাওর আন্দোলন পরিষদের নেতা ইকবাল হোসেন ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মিঠুন শর্মা।

এমএসআর