পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই স্বর্ণ কারিগরের
পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্বর্ণ কারিগর নিহত
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ঋশিল্পী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্বর্ণ কারিগর নিহত হয়েছেন। বুধবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক স্বর্ণের কারিগর আহত হয়েছেন।
নিহতরা হলেন- তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে তাপস মল্লিক (২৪) ও পাইকগাছা থানার রাড়ুলী কাটিপাড়া গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (২৩)। আহত হয়েছেন উৎপল সেনের ছেলে সুব্রত সেন। হতাহতরা সাতক্ষীরা শহরের অর্পণ জুয়েলার্সে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করতেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, রাতে তিনজন একত্রে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার দিকে ফিরছিল একটি পিকআপ ভ্যান। ঋশিল্পী এলাকায় পৌঁছালে পিকআপটি ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাপস মল্লিক ও মিলন দেবনাথ নিহত হন। আহত সুব্রতকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হয়নি। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি।
বিজ্ঞাপন
আরএআর