খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচনে উপ-প্রধান প্রকৌশলী (তড়িৎ) এস এম মনিরুজ্জামান পলাশ সভাপ‌তি এবং উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মণ্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে মধ্যরাতে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে মোট ১৭টি পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন ও তানভীর হোসেন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সুশান্ত কুমার বসু, অর্থ সম্পাদক সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম (রফিক), দপ্তর সম্পাদক সহকারী রেজিস্ট্রার মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিনিয়র সায়েন্টিফিক অফিসার ছুনুরাম রায় (সাগর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম (শহিদ), সমাজ কল্যাণ সম্পাদক সেকশন অফিসার সরদার ইসরাফিল হোসেন।

এছাড়া নির্বাহী সদস্যের ৭টি পদে নির্বাচিত হ‌য়ে‌ছেন সহকারী রেজিস্ট্রার সাইদা আক্তার রিনি, সেকশন অফিসার খান মঞ্জুর মোমেন রানা, সেকশন অফিসার মোছা. তাহেরা মনোয়ার, সহকারী রেজিস্ট্রার শেখ মো. সোহরাব হোসেন, সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক আবু সালেহ মো. পারভেজ ও সেকশন অফিসার লায়লা রুমঝুম।

মোহাম্মদ মিলন/এইচকে