১০ কেজি ওজনের বোয়াল মাছ হাতে মো. চান্দু মোল্লা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় একটি ১০ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে। রোববার (৩১ জানুয়ারি) বিকেলে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ২৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।

রোববার বিকেলে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মন্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা এটি কেনেন। বেশি লাভের আশায় ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় কিনে নিয়ে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে স্থানীয় উৎসুক ব্যক্তিরা ভিড় করেন।

এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা দৌলতদিয়া ঘাটে আড়তে বিক্রি করতে আনলে আমরা আড়তের মাধ্যমে কিনে বেশি লাভের আশায় ঢাকাসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করে বিক্রি করি।

চান্দু মোল্লা, মাছ ব্যবসায়ী

চান্দু মোল্লা জানান, অনেক দিন হলো বড় মাছ পাই না। এই মৌসুমে তিনি এত বড় মাছ প্রথমবার পেয়েছেন। এর আগে ছোট-বড় পাঙাশসহ বিভিন্ন ধরনের মাছ পেয়েছেন। আজ এ মাছটি পেয়ে ভালোই লাগছে তার।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ ঢাকা পোস্টকে বলেন, পদ্মা নদীতে এ ধরনের বড় মাছ সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছে। এ জন্য এ এলাকায় একটি অভয়াশ্রম করা খুবই জরুরি। এখন একটু কম বড় মাছ ধরা পড়ছে। সামনের পূর্ণিমায় আরও বড় কিছু মাছ ধরা পড়তে পারে।

মীর সামসুজ্জামান/এনএ