নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
আহত শহিদুল ইসলাম রাকিব
নড়াইল পৌর ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম রাকিবকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নড়াইল চৌরাস্তায় এ ঘটনা ঘটে। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শহিদুল ইসলাম রাকিব মহিষখোলা গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে রাকিব নড়াইল চৌরাস্তায় ছিলেন। এ সময় মুখোশধারী ১০-১৫ জনের একটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। তবে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এসকে সুজয় বিশ্বাস/আরএআর