ব্রাহ্মণবাড়িয়ায় দুইশ অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ এর উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।

সহায় সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও খেলাঘর সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার।

সহায়ের সাধারণ সম্পাদক জুয়েল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল সঞ্চয়।

এছাড়া অনুষ্ঠানে সহায়ের সহসভাপতি মো. সানি মিয়া, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম এবং সদস্য শরীফুল হক, তাইমুল হক পাঠান, সাদ্দাম হোসেন দিপু ও ইলিয়াস স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

আজিজুল সঞ্চয়/আরএআর