আমিনুল ইসলাম আমিন

টাঙ্গাইলের ভূঞাপু‌র উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নে জাল ভোটসহ নানা অনিয়‌মের অভিযো‌গ এনে আওয়ামী লীগের বি‌দ্রোহী প্রার্থী আনারস প্রতী‌কের আমিনুল ইসলাম আমিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার (২৬ ডি‌সেম্বর) দুপু‌রে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। 

গো‌বিন্দাসী ইউনিয়‌নে নৌকা প্রতীকে নির্বাচন কর‌ছেন ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক দুলাল হো‌সেন চকদার। 

আমিনুল ইসলাম আমিন সাংবাদিকদের ব‌লেন, সকা‌লের দি‌কে সুষ্ঠুভা‌বে ভোটগ্রহণ হ‌লেও প‌রে কে‌ন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সহায়তায় ব‌হিরাগত‌দের নি‌য়ে কেন্দ্র দখল ও প্রভাব বিস্তার ক‌রে নৌকায় ভোট নেওয়া হ‌চ্ছে। অনিয়‌মের ‌বিষ‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী‌কে জানানো হ‌লেও কোনো ব‌্যবস্থা নেওয়া হয়নি। 

তি‌নি ব‌লেন, প্রহস‌নের নির্বাচ‌নে ভোট কারচু‌পির ঘটনায় সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। আনার‌স প্রতী‌কের এজে‌ন্টদের কেন্দ্র থেকে বের ক‌রে দি‌য়ে জাল ভোট দেওয়া হ‌য়ে‌ছে। আনারস প্রতী‌কের পক্ষে যারা নির্বাচন ক‌রে‌ছেন তা‌দের নিরাপত্তার জন্য প্রশাস‌নের প্রতি জোর দাবি জানাই। 

এ বিষয়ে উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটা‌র্নিং কর্মকর্তা নাজমা সুলতানা ব‌লেন, আমিনুল ইসলাম আমিনের কোনো লি‌খিত অভিযোগ পাইনি। অভিযোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে। 

অভিজিৎ ঘোষ/আরএআর