চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি
নরসিংদীতে ছয় বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আবদুল্লাহ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন।
আবদুল্লাহ (২৩) সুনামগঞ্জের বিশ্বম্ভুর থানার টালবন গ্রামের মঞ্জুর আলীর ছেলে। তিনি নরসিংদী থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে চিনিশপুরের একটি বাড়িতে সিঁড়িতে টাইলস বসানোর কাজ চলছিল। এই বাড়িতেই একটি ইউনিটে ভাড়া থাকতেন ভুক্তভোগীর পরিবার। সেখানে কাজ করছিলেন আবদুল্লাহসহ আরও কয়েকজন।
শনিবার দুপুরে শিশুটি কাপড় শুকানোর জন্য ছাদে যায়। ফেরার পথে গল্প করা ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে দু’তলার সিঁড়ির নিচে নিয়ে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে শিশুটি তার শরীর ব্যথার কথা মাকে জানায়। এক পর্যায়ে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে সে। তারপর এই বিষয়ে বাড়ির মালিকের সঙ্গে আলাপ করে তারা।
রোববার দুপুরে অভিযুক্তসহ আরও দুইজন কাজে গেলে বাড়ির মালিক আবদুল্লাহকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে ভুক্তভোগী শিশুটি নিজেই আবদুল্লাহকে শনাক্ত করে।
এ বিষয়ে নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, রাত ১১টার পর মামলা হয়েছে এবং ধর্ষককে গ্রেপ্তার দেখিয়েছি আমরা। সোমবার (১ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে। নরসিংদী সদর হাসপাতালে ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।
রাকিবুল ইসলাম/এসপি