চিরকুটে মোবাইল নম্বর লিখে হোটেলে আত্মহত্যা
নাটোর শহরের হোটেল মিল্লাত
নাটোরে আবাসিক হোটেল থেকে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ( ৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে শহরের মাদরাসা মোড়ের মিল্লাত হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আনোয়ার হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৮নং ওয়ার্ডের এজাতুল্লার ছেলে। তার মরদেহের পাশ থেকে যোগাযোগের জন্য তিনটি মোবাইল নম্বর লেখা সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শনিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে আনোয়ার হোসেন মিল্লাত হোটেলে ওঠেন। এরপর রোববার বিকেলের কোনো এক সময় রুমের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ সময় রুম থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর পরে উল্লেখিত এই তিনটি মোবাইল নম্বরে যোগাযোগ করবেন।’
পুলিশের একটি সূত্র জানায়, তার দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে জানা গেছে- তিনি বেশ কিছুদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। অনেকে তার কাছে টাকা-পয়সা পেতেন। এ কারণে তিনি আত্মহত্যা করছেন বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি।
তাপস কুমার/আরএআর