দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে বাড়ছে শীতের তীব্রতা। কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো জেলা।
বিজ্ঞাপন
শহর ঘুরে দেখা গেছে, রাস্তায় যানবাহনের সংখ্যা কম। আর গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। ঘন কুয়াশা আর শীতের কারণে মানুষজনের চলাফেরা কম লক্ষ্য করা গেছে।
আবহাওয়াবিদ আনিসুর রহমান জানান, মৌলভীবাজার জেলাজুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। আরও কয়েকদিন শীত থাকবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
হাওর ও পাহাড়বেষ্টিত জেলা মৌলভীবাজার। তীব্র শীতের কারণে নিম্নাঞ্চলের ছিন্নমূল মানুষ সীমাহীন কষ্টে থাকেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেশি।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঢাকা পোস্টকে বলেন, এই শীতে মৌলভীবাজারের সাত উপজেলায় একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। ইতোমধ্যে বিতরণও শুরু করা হয়েছে।
ওমর ফারুক নাঈম/এসপি