ফরিদপুরের বোয়ালমারীতে বিজয় মিছিল করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক ব্যক্তি। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চতুল ইউনিয়নের বাবুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তির নাম কওসার শেখ (৫৫)। তিনি চতুল ইউনিয়নের গোয়াইল গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে।

জানা গেছে, রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চতুল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম জয়লাভ করেন। আজ সোমবার বেলা ১১টার দিকে বিজয়ী প্রার্থীর পক্ষে একটি বিজয় মিছিল বের করা হয়। 

মিছিলটি বাবুর বাজার এলাকায় এলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কওসার শেখ। দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান বলেন, বিজয়ী প্রার্থীর মিছিল করতে গিয়ে অসুস্থ হয়ে কওসার শেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অংকন দেবনাথ বলেন, কওসার শেখ নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তার মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এমএসআর