বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক

বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এতে দুদেশের বন্দর এলাকায় কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। 

ভারতের পেট্রাপোল বন্দরের জীবন-জীবিকা বাঁচাও নামে একটি সংগঠন পাঁচ দফা দাবিতে রোববার (৩১ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়। তবে এই বন্দর দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী বলেন, রোববার (৩১ জানুয়ারি) সকাল থেকে সংগঠনটি দ্বিতীয়বারের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। তাদের দাবি না মানায় দ্বিতীয় দিনের মতো সোমবারও বাণিজ্য বন্ধ রয়েছে। 

এদিকে, বাণিজ্য বন্ধ থাকায় দুই পাড়ে বন্দর প্রবেশের অপেক্ষায় দেড় হাজারের মতো পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এই দুই দিন বাণিজ্য বন্ধ থাকায় ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হবে। তাই আমারা চায় দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে পণ্য পরিবহন শুরু হোক।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির বলেন, দ্বিতীয় দিনের মতো বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতীয় সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজ সন্ধ্যায় বিএসএফসহ পেট্রাপোল বন্দরে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন তারা।

জাহিদ হাসান/এসপি