ফাইল ছবি

বরগুনার আমতলীতে রাবেয়া (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী মো. ওয়ালিউল্লাহকে (৪০) আটক করেছে পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গৃহবধূ রাবেয়া একই উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের আজিজ মোল্লার মেয়ে। ওয়ালিউল্লাহ একই উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মো. ছত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে রাবেয়া-ওয়ালিউল্লাহ দম্পতি আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বসবাস করে আসছেন। দীর্ঘ এই সময়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। এ সময় ওয়ালিউল্লাহ রাবেয়াকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ রাবেয়াকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। পরে ওই বাসা থেকে তার স্বামী ওয়ালিউল্লাহকে আটক করে পুলিশ

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। রাবেয়ার মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিরাজ/এসপি