বরগুনার বেতাগী উপজেলায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে চাচাশ্বশুরের হামলায় ধলু মৃধা (৬০) নামের একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে ধলু মৃধার ছেলে মো. হাসান (১৯) আহত হয়েছেন।

রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে বেতাগী সদর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধলু মৃধা একই এলাকর মৃত মোজাফর মৃধার ছেলে।

ধলু মৃধার স্বজনরা জানান, নিহত ধলু মৃধার সঙ্গে জমি নিয়ে তাঁর চাচাশ্বশুর রফিক মল্লিকের (৫৫) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর জেরে রোববার সকালে রফিক মল্লিক তার লোকজন নিয়ে জমি পরিমাপ করতে আসে। এ সময় ধলু মৃধার সঙ্গে রফিকের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিক তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ধলু মৃধা ও তার ছেলেকে আঘাত করেন। এতে ধলু মৃধা ঘটনাস্থলে মারা যান ও তার ছেলে হাসান আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক ফরহাদ হোসেন বৃদ্ধ ধলু মৃধাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহ সংগ্রহ করে নিয়ে যায়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিয় হাসপাতালে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দ মেহেদী হাসান/এনএ