টিনশেড বাড়ি পাচ্ছেন সত্তরোর্ধ্ব ভানু বিবি। সোমবার (৩ জানুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা হতদরিদ্র ভানু বিবির হাতে বাড়ির একটি রেপ্লিকা তুলে দেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।

ভানু বিবি মিয়াপুর গ্রামের মৃত খেরাজ উদ্দিনের স্ত্রী। বাড়ি বলতে তার জরাজীর্ণ একটিমাত্র ঘর। সেখানেই থাকেন ভানুর প্রতিবন্ধী ছেলে, বুদ্ধিপ্রতিবন্ধী পূত্রবধূ এবং বুদ্ধিপ্রতিবন্ধী নাতিসহ চারজন। আর খোলা বারান্দায় রাত কাটে তার।

ভানু ৪০ বছর ধরে চারঘাট থানায় রাঁধুনির কাজ করেছেন। বয়সের ভারে এখন আর কাজ করতে পারেন না। সংসার চালাতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছেন তিনি। বাড়ি মেরামত কিংবা নতুন ঘর তৈরি করার সামর্থ্য নেই তার।

রাজশাহী জেলা পুলিশের মাধ্যমে ভানু বিবির দুর্দশার খবর পান পুনাক সভানেত্রী জীশান মীর্জা। তিনি অসহায় এই নারীকে বাড়ি করে দেওয়ার উদ্যোগ নেন। খুব শিগগিরই এই ঘরের নির্মাণকাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে নগর পুলিশ।

এদিকে বাড়ি পাচ্ছেন জেনে আনন্দিত ভানু বিবি। পুনাক সভানেত্রীর প্রতি কৃতাজ্ঞতাও জানিয়েছেন তিনি।

ফেরদৌস সিদ্দিকী/এনএ