গাজীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
গাজীপুর মহানগরের সালনার একটি গার্মেন্টস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করেছে।
সোমবার (৩ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে মহানগরের দক্ষিণ সালনা এলাকার মন্ত্রীবাড়ি সড়কে এম এন্ড ডি এম গ্রুপের কারখানার গুদামে আগুন লাগে।
বিজ্ঞাপন
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, রাত পৌনে ১১টার দিকে গাজীপুর মহানগরের সালনা এলাকায় এম এন্ড ডি এম গ্রুপের কারখানার গুদামে আগুন লাগে। ওই গুদামে কারখানায় উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য গুদামজাত করা ছিল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এখনও কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।
শিহাব খান/এসএসএইচ
বিজ্ঞাপন