পাবনায় মাটি খোঁড়ার সময় মিলল ৫ হ্যান্ড গ্রেনেড
পাবনায় মাটি খোঁড়ার সময় মিলল পাঁচ হ্যান্ড গ্রেনেড
পাবনার সুজানগর উপজেলার চরদুলাই দক্ষিণপাড়া মোল্লাবাড়ির নির্মাণাধীন মসজিদের মাটি খোঁড়ার সময় মিলল পাঁচ হ্যান্ড গ্রেনেড। সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত মসজিদের মাটি খুঁড়ে হ্যান্ড গ্রেনেডগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই মসজিদ নির্মাণকালে নির্মাণশ্রমিকরা মাটির গভীরে পাঁচটি হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাচ্চু মোল্লাকে খবর দেন। বাচ্চু মোল্লা বিষয়টি থানা পুলিশকে জানান। পরে পুলিশের একদল ফোর্স সেখানে যায়। এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে গ্রেনেডস্থল ঘেরাও করে পুলিশ।
বিজ্ঞাপন
সুজানগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, হ্যান্ড গ্রেনেডগুলো দ্রুত নিষ্ক্রিয় করার জন্য সংশিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিষ্ক্রিয় শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ এবং এলাকাবাসী ধারণা করছেন বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে ওই স্থানে হ্যান্ড গ্রেনেডগুলো মজুত করেছিল দুর্বৃত্তরা।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, বড় ধরনের কোনো নাশকতার জন্য ওখানে হ্যান্ড গ্রেনেডগুলো রাখা হয়েছিল। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে, কারা এখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য মাটির নিচে হ্যান্ড গ্রেনেডগুলো পুঁতে রেখেছিল। গ্রেনেডগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করা হবে।
বিজ্ঞাপন
রাকিব হাসনাত/এএম