পাচারকালে ১৪৮ পিস হিরার আংটিসহ নারী চোরাকারবারি গ্রেপ্তার

পানির কলসিতে করে অভিনব কায়দায় ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ১৪৮ পিস হিরার আংটি আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একজন নারী চোরাকারবারি গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার চোরাকারবারি হলেন লক্ষ্মীদাড়ি গ্রামের সাহেব আলীর স্ত্রী রেবেকা খাতুন।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদ বলেন, সোমবার সকালে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত দিয়ে এসব হিরার আংটি পাচার করা হচ্ছিল। ভারতীয় সীমান্ত থেকে এক নারী আংটিগুলো দিলে পানির কলসিতে করে লক্ষ্মীদাড়ি খাল পার করে আনছিলেন রেবেকা।

লে. কর্নেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই নারীর কাছ থেকে আংটিগুলো আটক করে। এর মধ্যে ৫৪টি বড় ও ৯৪টি ছোট আকারের আংটি রয়েছে। এসব আংটির দাম ১ কোটি ৮৮ লাখ টাকা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে।

আকরামুল ইসলাম/এএম