দমদমিয়া এলাকা থেকে ১০টি অস্ত্রসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকা থেকে ১০টি অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৫- সদস্যরা। গ্রেপ্তারকৃতরা রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সক্রিয় সদস্য।

সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দমদমিয়া সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মুচনী রোহিঙ্গা শিবিরের সৈয়দ হোসেন (৫৫) ও বদি আলম (২০)। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ অ্যাডিশনাল এসপি বিমার চন্দ্র কর্মকার ঢাকা পোস্টকে বলেন, ১০টি অস্ত্র জকি গ্রুপের সদস্যদের কাছে যাচ্ছিল। পাহাড়ে ঢোকার সময় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পে নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল রোহিঙ্গা জকি গ্রুপের সদস্যরা। ওই গ্রুপের কাছে এসব অস্ত্র যাচ্ছিল। এর আগেও বেশ কিছু অস্ত্রসহ তাদের অনেক সদস্য গ্রেপ্তার হয়। 

মুহিববুল্লাহ মুহিব/এএম