৩৪ গ্রামের দুই শতাধিক শীতার্তের কাছে শীতবস্ত্র পৌঁছে দেয় জনকল্যাণ সংস্থা

মৌলভীবাজারের সদর উপজেলায় আপার কাগাবলা ইউনিয়নের ৩৪টি গ্রামের শীতার্তরা পেলেন জনকল্যাণ সংস্থার শীতবস্ত্র। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির সদস্যরা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দুই শতাধিক শীতার্তের কাছে শীতবস্ত্র পৌঁছে দেন। 

আর্তমানবতার সেবায় গঠিত স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘জনকল্যাণ সংস্থা’ ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংগঠনটি কাগাবলা ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও সেবামূলক কাজ করে আসছে।

সংগঠনের সভাপতি রাবেল মিয়া ঢাকা পোস্টকে বলেন, মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে দুস্থ ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে উন্নত মানের শাল ও চাদর দিয়েছেন জনকল্যাণ সংস্থার সদস্যরা। এই শীতে আমাদের ইউনিয়নের হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি।

সংগঠনের উপদেষ্টা ড. আনোয়ার হোসেন বলেন, তীব্র এ শীতে দুস্থ ও অসহায়দের ভোগান্তি কমাতে ও তাদের জীবনে একটু স্বস্তি ফিরিয়ে আনার জন্য জনকল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম ইউনিয়ন ও দেশের মানুষদের অনুপ্রেরণা জোগাতে সহায়তা করবেন। জনকল্যাণ সংস্থার কাজ দেখে আমি আজ আনন্দিত, আমি সব সময় জনকল্যাণ সংস্থার পাশে আছি ও থাকব। 

কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের বাসিন্ধা আবু তাহের ঢাকা পোস্টকে বলেন, আমাদের কাগাবলা ইউনিয়নে সরকার থেকে যে পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা, সে রকম পাচ্ছে না। এই ইউনিয়নের অধিকাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করছেন। জনকল্যাণ সংস্থা তাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছে। আমরাও তাদের সহযোগিতা করি।

জনকল্যাণ সংস্থার সহসভাপতি সাকিবুর রহমান মেরাজ ঢাকা পোস্টকে বলেন, মহামারি করোনার প্রাক্কাল থেকে জনকল্যাণ সংস্থার সদস্যরা মাস্ক ও সাবান বিতরণ করেছেন। লকডাউনের সময় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে। ঈদ ও রমজানে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আমরা এই ধারাবাহিক কার্যক্রম ধরে রাখতে চাই। সবকিছু থেকে বঞ্চিত আমাদের এই ইউনিয়নের মানুষের জন্য কিছু করতে চাই।

ওমর ফারুক নাঈম/এনএ