বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
পরীক্ষা শেষে ছোট ভাই মাসুমকে (২১) সঙ্গে নিয়ে বাড়ি ফেরা হলো না বড় ভাই আলমের (৩০)। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক কেড়ে নিয়েছে দুই ভাইয়ের প্রাণ। সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মধুপুকুরের বাশোঁতা গ্রামের মো. আকতারের ছেলে।
বিজ্ঞাপন
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মাসুম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্র। তিনি বগুড়া শহরে মেসে থেকে পড়াশোনা করেন। সোমবার মাসুমের পরীক্ষা থাকায় তাকে নিতে বগুড়ায় আসেন বড় ভাই ব্যবসায়ী আলম। আলম তার কাজ সেরে সন্ধ্যায় ছোট ভাই মাসুমকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
নিহতদের ভগ্নিপতি ফারুক জানান, বগুড়া শহরে ব্যবসায়িক কাজ শেষে ছোট ভাই মাসুমকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল আলম। পথে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
বিজ্ঞাপন
বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ঘাতক ট্রাকটিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষ হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাখাওয়াত হোসেন জনি/আরএআর