পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের দুটি উপজেলার ২০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জানুয়ারি) শৈলকূপার ১২টি ও হরিণাকুন্ডু উপজেলার ৮টি ইউনিয়নের ভোটারদের শীত উপেক্ষা করেই সকাল থেকে কেন্দ্রে ভিড় করতে দেখা গেছে।

নির্বাচনে শৈলকূপার উমেদপুর, হাকিমপুর ও ধলহরাচন্দ্র ইউনিয়নে এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই উপজেলায় মোট ৩ লাখ ৭১ হাজার ৪৪৮ জন ভোটার ১৯৪টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৯৮ জন ও সাধারণ সদস্য পদে ৫৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা দুটিতে দায়িত্ব পালন করছেন ৫ হাজার ৬ জন পুলিশ ও আনসার সদস্য। এছাড়াও ৩৮ জন র‍্যাব, ছয় প্লাটুন বিজিবি, ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাত জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১২টি স্ট্রাইকিং ফোর্স ও ৪০টি মোবাইল টিম কাজ করছে।

এমএইচএস