আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসঙ্গে যায় না : প্রিন্স
শুধু ৫ জানুয়ারি বা ৩০ ডিসেম্বর নয়, আওয়ামী লীগ সরকারের ১৩ বছরের প্রতিটি দিনই কলঙ্কজনক দিবস বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি অভিযোগ করে বলেন, পুরো শাসনামল জুড়ে তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রকে হত্যা করে ভোটের অধিকারসহ মানবাধিকার হরণ ও দুর্নীতি-লুটপাট করে কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে। আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসঙ্গে যায় না।
বিজ্ঞাপন
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ শহরের নতুন বাজারে মহানগর বিএনপি এবং দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত পৃথক দুটি মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে প্রহসনের নির্বাচন দাবি করে এ দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহে পৃথক মানববন্ধন করা হয়।
বিজ্ঞাপন
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের পরিচালনায় মানববন্ধনে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীও বক্তব্য দেন।
অন্যদিকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমের সভাপতিত্বে ও শুক্কুর মাহমুদ ববির পরিচালনায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির মানববন্ধনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন বাচ্চু, আখতারুল আলম, সদস্য হেলাল আহমেদ, জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন প্রমুখ বক্তব্য দেন।
উবায়দুল হক/আরএআর