উদ্ধার হওয়া গুলিবিদ্ধ পাখি

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জর্জিয়া এলাকায় অতিথি পাখি শিকারকালে দুইজনকে আটক করা হয়েছে। 

বুধবার রাত ১১টার দিকে সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় ২০টি পাখিকে বুকে ও ডানায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে শিকারিদের রাইফেল ও মোটরসাইকেল।

আটক শিকারিরা হলেন, আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আজমল হুদা (৩৫) এবং শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের হায়দার আলীর ছেলে রফিকুল ইসলাম (২৬)।

আটক দুইজন

সাতক্ষীরা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান জানান, রাতের আধারে পাখি শিকার করছে এমন সংবাদে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুই পাখি শিকারিকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। 

এছাড়া বুকে ও ডানায় গুলিবিদ্ধ অবস্থায় বিভিন্ন প্রজাতির ২০টি অতিথি পাখি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সদর ও আশাশুনি থানার সীমান্ত এলাকায় ওৎ পেতে অতিথি পাখির শিকার করছিলেন দুই শিকারি। তাদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

এসপি