মাছটি ৩২ হাজার টাকা বিক্রি হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রবাহমান পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে দৌলতদিয়া লঞ্চ ঘাটের উজানে কুব্বাত হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

সকালে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে ছাইক্যা মোল্লার আড়তে মাছটি বিক্রির উদ্দেশ্যে আনেন জেলে। ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ৩২ হাজার টাকায় কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভিড় করে। 

এ ব্যাপারে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ১৬শ টাকা কেজি দরে মোট ৩২ হাজার টাকায় কিনেছি। এখন মাছটি ১৭শ টাকা কেজি দরে বিক্রি করবো বলে বড় বড় ব্যবসায়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করছি। 

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ ঢাকা পোস্টকে বলেন, পদ্মায় দেশীয় প্রজাতির বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এ ধরনের বড় মাছ সংরক্ষণ করা খুবই দরকার। এগুলোর বিচরণের জন্য অভয়াশ্রম করতে পারলে মাছের প্রজননে কোনো সমস্যা হতো না। সম্প্রতি উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টির গুরুত্ব তুলে ধরেছি।

মীর শামসুজ্জামান/আরএআর