সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ জানান, মুনসুর আহমেদের মরদেহ সাতক্ষীরায় আনা হচ্ছে। দুপুর ২টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও বিকেল ৪টায় দেবহাটা উপজেলার পারুলিয়া মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

প্রবীণ আওয়ামী লীগ নেতা মুনসুর আহমেদ গত ২৮ ডি‌সেম্বর ক‌রোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর ১১ জানুয়া‌রি ক‌রোনা মুক্ত হ‌লেও শারী‌রিক নানা জ‌টিলতায় পরদিনে তা‌কে এয়ার অ্যাম্বু‌লে‌ন্সে ক‌রে ঢাকায় নেওয়া হয়। সেখা‌নেই তি‌নি চি‌কিৎসাধীন ছি‌লেন। সোমবার সন্ধ্যায় শারী‌রিক অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে লাইফ সা‌পো‌র্টে নেওয়া হয়। রাত ১১টারি দিকে তি‌নি না ফেরার দে‌শে পা‌ড়ি জমান।

বীর মু‌ক্তি‌যোদ্ধা মুনসুর আহ‌মেদ বঙ্গবন্ধুর আহ্বা‌নে মহান মু‌ক্তিযু‌দ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সা‌লে রি‌লিফ ক‌মি‌টির চেয়ারম্যান এবং ১৯৭৩ সা‌ল থে‌কে পরপর তিন মেয়া‌দে পারু‌লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বা‌চিত হন। 

মুনসুর আহ‌মেদ ১৯৮৬ ও ১৯৯১ সা‌লে আওয়ামী লী‌গের প্রার্থী হি‌সে‌বে পরপর দুবার সাতক্ষীরা-৪ আস‌নের সংসদ সদস্য নির্বা‌চিত হন। তি‌নি পর্যায়ক্র‌মে সাধারণ সম্পাদক, সহসভাপ‌তি ও সভাপ‌তি হি‌সে‌বে দীর্ঘ প্রায় ৪০ বছর সাতক্ষীরা জেলা আওয়ামী লী‌গের নেতৃত্ব দি‌য়ে‌ছেন। তি‌নি ২০১১ সা‌লে সাতক্ষীরা জেলা প‌রিষ‌দের প্রশাসক নিযুক্ত হ‌য়ে পরবর্তী পাঁচ বছর দা‌য়িত্ব পালন ক‌রেন।

আকরামুল ইসলাম/আরএআর