তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, বিপর্যস্ত জনজীবন
তীব্র শীতেও জীবিকার তাগিদে রাস্তায় খেটে খাওয়া মানুষ
দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের প্রকোপ বাড়ছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাসের দাপটে এ জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ৬ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এতে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, জেলার সাধারণ মানুষ ও দিনমজুরেরা কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে বাড়ি থেকে বের হয়ে কাজে যেতে পারছেন না। যারা মাঘ মাসের কনকনে শীতকে উপেক্ষা করে জীবিকার তাগিদে বেড়িয়ে পড়েছেন তাদের বেশিরভাগই কাজ না পেয়ে বাড়ির পথ ধরেছেন। শীতে সবচেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষেরা৷
জানা যায়, প্রতিদিন সন্ধ্যা থেকে পর দিন সকাল পর্যন্ত এ জেলার ওপর দিয়ে হিমেল হাওয়া বয়ে যায়। ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারদিক। এ জেলার ওপর দিয়ে কখনও মৃদু শৈত্যপ্রবাহ কখনও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র শীতে গরিব-অসহায় গরম কাপরের অভাবে বাড়ির আঙ্গিনায় কিংবা ফুটপাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ের উত্তর দিকের হিমালয়ের হিম বাতাসের কারণে শীতে তাপমাত্রা ওঠানামা করে। তাপমাত্রা ওঠানামা করার কারণে শীত বেশি অনুভূত হয়। মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
রনি মিয়াজী/আরএআর