পাহাড়ি সম্প্রদায়ের নেতৃস্থানীয় শতাধিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কলাবাগানে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় বৈঠকে এ যোগদান অনুষ্ঠিত হয়।

আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলার সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, অবৈধ সরকারের আয়ু ফুরিয়ে এসেছে। ২০২২ সাল হবে রাতের নির্বাচনে ক্ষমতায় বসা অবৈধ সরকার পতনের সাল।

ওয়াদুদ ভুইয়া আরও বলেন, লুটপাট করে গোছানো আওয়ামী লীগ সরকারের নেতা-মন্ত্রী এবং আমলারা দেশের মানুষের ধিক্কার পাওয়ার পর এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিষেধাজ্ঞার মুখে পড়তে শুরু করেছে। আন্দোলনের মাধ্যমে শিগগিরই তাদের পতন হবে।

অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রিয়দর্শী চাকমার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক নেতারা সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোরা দিয়ে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ বক্তব্য রাখেন।

মো. জাফর সবুজ/এনএ