ময়লার স্তূপে নবজাতকের নিথর দেহ
প্রতীকী ছবি
পাবনা জেনারেল হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ময়লার স্তূপ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ডক্টরস ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারের সামনে থেকে ওই নিথর দেহ উদ্ধার করা হয়।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রওশন আলী বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিজ্ঞাপন
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান বলেন, শিশুটিকে কেউ হত্যা করে ময়লার স্তূপে রেখে পালিয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাকিব হাসনাত/এমএসআর
বিজ্ঞাপন