কক্সবাজার সমুদ্র সৈকতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ বালুর ভাস্কর্য

কক্সবাজার সমুদ্র সৈকতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ বালুর ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন এ ভাস্কর্য নিমাণ করেছে। 

বুধবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ভাস্কর্যের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। ভাস্কর্যটি দেশি-বিদেশি পর্যটকসহ সাধারণ মানুষের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে ।

 বঙ্গবন্ধুর সর্ববৃহৎ বালুর ভাস্কর্য জনসারধারণের জন্য উন্মুক্ত

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, এ ভাস্কর্য নির্মাণের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই বঙ্গবন্ধু ছিলেন, এখনও আছেন। বিশ্ব যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। আগামীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থায়ীভাবে নির্মাণ করা হবে। 

উদ্ধোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, ব্র্যান্ডিং কক্সবাজারের প্রধান সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয় প্রমুখ।

ভাস্কর্যটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে

‘সময়ের চেয়ে বিশাল তুমি’ প্রতিপাদ্য নিয়ে ‘ব্র্যান্ডিং কক্সবাজার’ নামে একটি সংগঠনের সার্বিক সহযোগিতায় ভাস্কর কামরুল হাসান শিপনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১০ জন সাবেক শিক্ষার্থী এ ভাস্কর্য নির্মাণ করেছেন। 

আরএআর