রাজশাহীতে ১৫ জামায়াত-শিবিরকর্মী গ্রেফতার
রাজশাহী নগরীতে জামায়াত ও শিবিরের ১৫ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর সোনাদিঘীর মোড়ের মাজেদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- রবিউল ইসলাম (২৯), হাফেজ আব্দুল আজিজ (৩৭), হাফেজ খলিলুর রহমান (৩১), রবিউল ইসলাম (৪০), কুদ্দুসুর রহমান (৪৫), শফিকুল ইসলাম (৪৫), আতিকুর রহমান (৪৬), আব্দুল মালেক (৬৬), নাফিজ ইমতিয়াজ মনন (১৯), দিসান ইফতে নাবিল (২০), হাফেজ দেলেয়ার হোসেন (৫৫), আব্দুল আজিজ (৩৬), বাকী বিল্লাহ বায়েজিদ (৪৫), হাফেজ রবিউল ইসলাম (৪৪), হাফেজ খিজির আহম্মেদ (৩৬)।
বিজ্ঞাপন
পুলিশের দাবি, গ্রেফতার ওই ১৫ জন নগরীতে সন্ত্রাসী কার্যক্রম চালাতে ষড়যন্ত্র করছিলেন। তাদের কাছে জিহাদি বই, টাকা আদায়ের রশিদ, মাসিক রিপোর্ট, রেজিস্টার পত্র উদ্ধারের কথা জানায় পুলিশ।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে নগরীর ওই হোটেলটিতে অভিযান চালায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ। সেখানে ১৫ জামায়াত ও শিবির কর্মীকে পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
বিজ্ঞাপন
অভিযানে জামায়াত ও ছাত্রশিবিরের কার্যক্রমের বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, মাসিক রিপোর্ট, চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকাসহ বিবিধ মালামাল উদ্ধার হয়।
গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য এই গোপন বৈঠকে তারা মিলিত হয়েছিল।
পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/আরআই