রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে পদ্মা নদীতে জেলে সবুজ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে সবুজ হালদার দৌলতদিয়া ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহানের আড়তে বিক্রির জন্য আনলে তিনি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

পরে তিনি দেশের বড় বড় ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

জেলে সবুজ হালদার জানান, প্রতিদিনের মতো তারা পদ্মা নদীতে সোমবার সারা রাত জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন। কিন্তু সারা রাত কোনো মাছের দেখা মেলেনি। মঙ্গলবার সকাল ৮টার দিকে জাল টানতেই দেখেন একটি বড় চিতল মাছ ধরা পড়েছে।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক রয়েছে। এ চিতল মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।

মীর সামসুজ্জামান/এনএ