ছোবেতারা বেগম

একজন সাধারণ গৃহিণী থেকে মানুষের জন্য একনিষ্ঠভাবে কাজ করতেন ছোবেতারা বেগম। ফলে চতুর্থবারের মতো পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এবারও তিনি মানুষের সেবা করবেন, তাদের দুঃখ ভোলাবেন ভালোবাসা আর মমত্ববোধ দিয়ে। কিন্তু সেই সুযোগ আর পেলেন না।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছোবেতারা বেগম মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পাশাপাশি লোকসংগীতের স্থানীয় শিল্পী হিসাবে তার সুখ্যাতি ছিল।

তিনি পৌরসভার রায়গ্রামের মৃত সৈয়দ আব্দুল কাদেরের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৫ ছেলেমেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, ১৬ জানুয়ারির পৌরসভা নির্বাচনে তিনি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে নির্বাচন করেন। ১২ হাজার ১৮১ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। কাউন্সিলর পদে এটিই ছিল সর্বোচ্চ ভোট।

ছোবেতারা মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক জানিয়েছেন।

মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু রেজা নান্টু জানান, ছোবেতারা বেগম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। তিনি পৌরসভার রায়গ্রাম থেকে ৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে সদ্য শেষ হওয়া নির্বাচনে জয়ী হন। অত্যন্ত বিনয়ী ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। এ ছাড়া সামাজিক নারী নেত্রী হিসেবে সর্বত্র তার সমান কদর ছিল।
 
জালাল উদ্দিন হাককানী/এমএসআর